Root পাসওয়ার্ড লিখুন

শুধুমাত্র সিস্টেম অ্যাডমিনস্ট্রেশনের কাজেই root অ্যাকাউন্ট ব্যবহার করুন। ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর সাধারণ কাজকর্মের জন্য root এর মত ক্ষমতাধারী নয় এমন একটি অ্যাকাউন্ট তৈরি করুন। আর এ ধরণের সাধারণ অ্যাকাউন্ট থেকে কাজ চালানোর সময় দ্রুত সিস্টেমের কিছু মেরামত করতে হলে su - কমান্ড ব্যবহার করুন। এই সাধারণ নিয়মগুলো মেনে চললে ভুলবশতঃ সিস্টেমের বড় কোন ক্ষতি করে ফেলার সম্ভাবনা অনেক কমে আসবে।