সিস্টেমে যদি কোন নেটওয়ার্ক ডিভাইস থাকে তবে ইনস্টলেশন প্রোগ্রামটি তা স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করবে ও তারপর নেটওয়ার্ক ডিভাইস নামক তালিকায় তুলে ধরবে।
নেটওয়ার্ক ডিভাইসটি কনফিগার করার জন্য প্রথমে ডিভাইসটি চিহ্নিত করুন ও তারপর সম্পাদন বাটনে ক্লিক করুন। ইন্টারফেস সম্পাদন করো নামক পর্দায় ডি.এইচ.সি.পি. (DHCP) কর্তৃক বা আপনি নিজ হাতে আইপি ও নেটমাস্ক-এর মান নির্ধারণ করতে পারবেন। তাছাড়া বুট হওয়ার সময় ডিভাইসটি সক্রিয় হবে কি হবে না তাও আপনি বেছে নিতে পারবেন।
যদি আপনার ডি.এইচ.সি.পি. (DHCP) ব্যবহারের সুযোগ না থাকে অথবা এ সংক্রান্ত তথ্যের ব্যাপারে অনিশ্চিত থাকেন তবে অনুগ্রহপূর্বক আপনার নেটওয়ার্ক অ্যাডমিনস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।
আপনার সিস্টেমটি যদি বৃহত্তর কোন নেটওয়ার্কের অংশ হয় যেখানে ডি.এইচ.সি.পি.'র (DHCP) মাধ্যমে হোস্টনাম প্রদান করা হয়, তবে স্বয়ংক্রিয়ভাবে ডি.এইচ.সি.পি.'র (DHCP) মাধ্যমে বেছে নিন। অন্যথায় নিজ হাতে বেছে নিন ও তারপর একটি হোস্টনাম লিখুন (যেমন name.example.com)। যদি আপনি কোন হোস্টনাম না উল্লেখ করেন তবে সিস্টেমের নাম হবে "localhost"।
সবশেষে, যদি নিজ হাতে আই.পি. (IP) ও নেটমাস্ক লিখে থাকেন, তবে আপনি গেটওয়ে'র ঠিকানা ও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডি.এন.এস.-এর (DNS) ঠিকানাও লিখতে পারেন।